এবার যুক্তরাজ্যের ৭ শহরে প্রদর্শিত হচ্ছে ‘ভয়ংকর সুন্দর’

346

 অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি এবার প্রদর্শিত হচ্ছে যুক্তরাজ্যের সাত শহরে। বেঙ্গলি ফিল্ম ক্লাবের আয়োজনে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের হলগুলোতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্র প্রদর্শন। এরমধ্যে চলতি মাসের শুরুতেই প্রদর্শিত হয় মোক্তাদির ইবনে ছালাম পরিচালিত বাউল শাহ আবদুল করিমের জীবন নির্ভর ছবি ‘রঙের দুনিয়া’। এবার দেশটির সাত শহরে প্রদর্শিত হচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ছবি ‘ভয়ংকর সুন্দর’। ছবির পরিচালক অনিমেষ আইচ বলেন, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে এ ছবির প্রর্দশনের পর ছবিটি আজ লন্ডনের বলিয়ান প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। আর আগামীকাল থেকে রসডেল, লেইস্টার, কার্ডিফ, ম্যানচেষ্টার, লুটন ও ব্রিস্টল শহরে প্রদর্শিত হবে। এদিকে ফিল্ম ক্লাবের পরিচালক স্বাধীন খসরু বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের চলচ্চিত্র বিদেশের প্রেক্ষাগৃহে বসেই দেখার আয়োজন করছি। প্রবাসীদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। ‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রের পর এবার অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি প্রদর্শন করছি আমরা। উল্লেখ্য, কলকাতার অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি গত ৪ঠা আগস্ট বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মতি নন্দীর গল্প ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বন করে তৈরি হয়েছে এ ছবির কাহিনী। নারীকেন্দ্রিক সেই কাহিনীর প্রধান চরিত্রে অভিনয় করছেন ভাবনা। সেখানে তার চরিত্রের নাম ‘নয়নতারা’। ঢাকার ভাবনা ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়া অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, শিল্পী সরকার প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।