এবার মুস্তাফিজ

168

সামনেই আসছে আয়ারল্যন্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। এরপর বিশ্বকাপ। বিশ্বকাপের আগে চোটের প্রকোপ বাড়ছে বাংলাদেশ শিবিরে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাইফউদ্দিনের পর চোটের তালিকায় যোগ দিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফর শেষে বিয়ে করে সদ্যই ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছেন তিনি। গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অনুশীলনে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন এই বাঁহাতি পেসার। কিন্তু দলের অন্যতম সেরা অস্ত্র মুস্তাফিজের বাঁ পায়ের গোঁড়ালিতে এখন ব্যান্ডজ জড়ানো। তবে এক্সরে রিপোর্টে খুব খারাপ কিছু ধরা পড়েনি। আজ বৃহস্পতিবার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে পরীক্ষা নীরিক্ষা করে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। তারপর আবারও পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।