এবার বাংলাদেশের ছবিতে দেব

446

এর আগে বাংলাদেশে প্রসেনজিৎ, জিৎ, সোহম, অঙ্কুশসহ কলকাতার অনেক নায়কই কাজ করে গেছেন। বাকি ছিলেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। এবার তিনিও যোগ হলেন এ তালিকায়। বাংলাদেশের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন কলকাতার ‘চাঁদের পাহাড়’খ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিটি বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে প্রযোজনা করবে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেনচার প্রাইভেট লিমিটেড। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, দেবের সঙ্গে কয়েক দফা মিটিং হয়েছে। বিষয়টি নিয়ে তিনিও ভাবছেন। আমরা ডিসেম্বরে বড়দিনকে টার্গেট করে একটি কো-প্রোডাকশন করার সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন আগে দেব ঢাকায় এসেছিলেন, তখন আমরা ছবিটি নিয়ে মিটিং করেছি। এখনো দেবের সঙ্গে ছবি নিয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে। তবে এ ছবিতে নায়িকা কে হবে তা এখনো ঠিক হয়নি। নায়িকাসহ অন্যান্য কলাকুশলী ঠিক হলেই সবাইকে জানাতে চাই। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য হন দেব। কিছুদিন আগে ঢাকায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। ১লা এপ্রিল শুরু হওয়া সমাবেশটি চলে ৫ই এপ্রিল পর্যন্ত। এতে বিভিন্ন দেশের সংসদ সদস্যের পাশাপাশি যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। আসছে ঈদে কলকাতায় দেব অভিনীত ‘চ্যাম্প’ নামে একটি ছবি মুক্তি পাবে। এ ছবিটি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান আবদুল আজিজ। বাংলাদেশে এ ছবিটির পরিবেশক হিসেবে থাকার কথা রয়েছে জাজ মাল্টিমিডিয়ার।