Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

এবার গোমস্তাপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরও পুড়ছে তাপদাহে। প্রকৃতি ও প্রাণীকুলের সঙ্গে জনজীবনে হয়ে উঠেছে ক্লান্ত। মাঠ, ঘাট, ফসলের জমি ফেটে চৌচির হচ্ছে। পানির জন্য হাহাকার পড়েছে এই এলাকায়। বৃষ্টির পানির চেয়ে আল্লাহর কাছে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করা হয়।
বুধবার সকাল ৯টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন মাঠে এই ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। ইসতিসকার দুই রাকাত নামাজ পড়ান কাশিয়াবাড়ী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ। নামাজ শেষে তাপদাহ, ফসল রক্ষা, বৃষ্টির জন্য রহমত কামনাসহ দেশের কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালুসহ এলাকার মুসল্লিরা অংশ নেন।
উল্লেখ্য, গত মঙ্গলবারও জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়।

Exit mobile version