এবার কমলা রকেট শ্রীলঙ্কায়

306

দেশের গন্ডি পেরিয়ে প্রথমবার ‘কমলা রকেট’ ছবিটি অংশ নিচ্ছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গত ঈদুল ফিতরে নূর ইমরান মিঠুর পরিচালনায় এ ছবিটি সিনেবোদ্ধা মহলে বেশ প্রশংসাও কুড়ায়। ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’ শ্রীলঙ্কার সীমান্তবর্তী শহর জাফনায় ‘জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিচ্ছে। নির্মাতা জানান, আগামি ৩ অক্টোবর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে আগামি ৮ অক্টোবর পর্যন্ত। আর এই উৎসবেই মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সাহিত্যিক শাহাদুজ্জামান ও মিঠুর চিত্রনাট্যে নির্মিত ‘কমলা রকেট’ ছবিটি। তিনি আরো বলেন, ‘কমলা রকেট’ আমার প্রথম চলচ্চিত্র। দেশের মানুষ আমার ছবিটি আগে দেখেছেন। অনেক প্রশংসাও পেয়েছি।
দেশব্যাপী অনেক মানুষ ছবিটি দেখতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন। এরইমাঝে শ্রীলঙ্কায় জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হওয়ার খবর আনন্দের জানার পর বেশ ভালোলাগছে। আর এই উৎসবে অংশ নিতে ৫ অক্টোবর নির্মাতা নূর ইমরান মিঠু ঢাকা ত্যাগ করবেন বলেও জানান। এরআগে ২০১৫ সাল থেকে শুরু হওয়া জাফনা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আবু শাহেদ ইমনের বহুল প্রশংসিত ছবি ‘জালালের গল্প’। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম,জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, সুজাত শিমুল, আবু রায়হান রাসেল প্রমূখ।