Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

‘এফডিসিতে আমার অনেক স্মৃতি জমা আছে’: ঋতুপর্ণা

ঢাকাই ছবির শুটিংয়ে অংশ নিতে শনিবার ভারত থেকে বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে বড় পর্দার জন্য শুটিংয়ে বাংলাদেশে এটা তার প্রথম সফর নয়। এর আগেও তিনি বাংলাদেশের ‘স্বামী কেন আসামী’, ‘সাগরিকা’, ‘রাঙা বউ’, ‘আমি সেই মেয়ে’, ‘চেয়ারম্যান’, ‘স্বামী ছিনতাই’, ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘এক কাপ চা’সহ আরও কিছু ছবিতে অভিনয় করে আলো ছড়িয়েছেন। দুই বাংলায় বিভিন্ন ছবিতে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। সবশেষ চিত্রনায়ক ফেরদৌসের প্রোডাকশন ‘এক কাপ চা’ ছবির একটি গানে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। দীর্ঘদিন পর আবার তিনি বাংলাদেশের ছবিতে কাজ করতে আসলেন। চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন ঋতুপর্ণা। শনিবার এফডিসির ৪ নাম্বার ফ্লোরে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। শিল্প নিদের্শক উত্তম গুহ অভিনেত্রী ঋতুপর্ণার জন্য সুন্দর একটি বাড়ির সেট নির্মাণ করেছেন। ছবির গল্পে এটাই ঋতুপর্ণার বাড়ি দেখানো হচ্ছে। ক্যামেরায় কাজ করছেন মজনু। পরিচালক আলমগীরকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন গুণী পরিচালক শাহ আলম কিরণ। একটি দৃশ্যের পরই আরেকটি দৃশ্যের কাজ শুরু হচ্ছে। নেই কোনো বিরতি। এরই ফাঁকে চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ও ছবির পরিচালক আলমগীরের অনুমতি নিয়ে সেটে প্রবেশ করার পর কথা হলো ঋতুপর্ণার সঙ্গে। ছবির প্রথম দিনের কাজের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ছবিতে একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করছি। সেট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ ছবিতে আমার চরিত্রটা একজন নায়িকার। হিরো হিসেবে কাজ করছেন আরিফিন শুভ। ছবিতেও তাকে হিরো হিসেবেই দর্শক দেখতে পাবেন। আলমগীর ভাই এ ছবির পরিচালক। তিনি বড়মাপের একজন ব্যক্তিত্ব। তার সঙ্গে অভিনয় করা হলেও ওঁর পরিচালনায় প্রথম কাজ করছি। স্ক্রিপ্টটি পড়েও আমার বেশ ভালো লেগেছে। এফডিসিতে টানা দু’সপ্তাহ কাজ করার কথা রয়েছে ঋতুপর্ণার। এখানে রয়েছে তার অনেক স্মৃতি। ঋতুপর্ণা বলেন, এফডিসিতে আমার অনেক স্মৃতি জমা হয়েছে। অনেকদিন পর এফডিসিতে কাজ করছি। আর এখানের অনেক শিল্পীতো ওপার বাংলায়ও কাজ করছেন। শাকিব খান, জয়া আহসান, নুসরাত ফারিয়া কাজ করছেন। তাদের কাজও আমার ভালো লাগে। গত মাসেও আমি ভারত-বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ির এক প্রদর্শনীর শোতে অংশ নিতে ঢাকায় এসেছিলাম। তবে এবার একটু বেশি সময়ের জন্য আসা। ঢাকার ছবিতে আগেও কাজ করেছি। অনেকদিন পর আবারও কাজ করার সুযোগ পেলাম। দীর্ঘদিন পর এফডিসিতে কাজ করেও বেশ ভালো লাগছে। কথা বলতেই আবারো ডাক পরিচালকের। শট রেডি। পরে কথা হবে বলে ছুটলেন ঋতুপর্ণা। সেই সঙ্গে ছবির নায়ক আরিফিন শুভও প্রস্তুত। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এফডিসি ও উত্তরায় চিত্রনায়ক আলমগীর পরিচালিত নতুন এই ছবির শুটিং চলবে। এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন আলমগীর নিজেই। এতে আলমগীরের বিপরীতে অভিনয় করবেন চম্পা।

Exit mobile version