এক বছরেই পৃথিবীর তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে গেছে : সেমিনারে বক্তারা

461

‘বাংলাদেশের সামনে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন একটি বড় সমস্যা। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাঁচ ডিগ্রি মধ্যে সীমাবদ্ধ রাখার অঙ্গিকার করে আজ অনেক দেশ প্যারিস জলবায়ু চুক্তি ভঙ্গ করে চলেছে। এক বছরেই পৃথিবীর তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে গেছে।’ আজ সকালে জাতীয় প্রেসক্লাবে জার্মানিতে অনুষ্ঠেয় জলবায়ু সম্পর্কিত কনফারেন্স অব পার্টিজ-কপ-২৩ কে সামনে রেখে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।দেশের ১০ সংগঠনের সমন্বয়ে গঠিত কোস্টাল এসোসিয়েশন ফর বাংলাদেশ সোস্যাল ট্রান্সফরমেশন ট্রাস্ট (কোস্ট) কনফারেন্স অব পার্টিজ-কপ-২৩ কে সামনে রেখে বাংলাদেশে পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান আহমদ।