এক দিনে ১০ হাজার বার ঘুমায় যে পেঙ্গুইন!

57

সারাদিন এরা ঘুমের ওপরই থাকে। কখনো কখনো এই প্রজাতির পেঙ্গুইনের ঘুমের পরিধি হয় মাত্র ১ সেকেন্ড। চিনস্ট্র্যাপ পেঙ্গুইন এমন ঘুমের প্রক্রিয়াকে স্বভাবজাত প্রক্রিয়াতে স্বাভাবিক করে নিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন প্রতিদিন এই পেঙ্গুইনরা ১০ হাজার বারের বেশি ঘুমায়। অ্যান্টার্কটিকা মহাদেশের কিং জর্জ দ্বীপের বাসিন্দা এ পেঙ্গুইনদের ওপর চালানো গবেষণায় বিজ্ঞানীরা এই মজাদার বিষয়টি উপলব্ধ করেন বিজ্ঞানীরা বলছেন, স্বল্পক্ষণের এই ঘুমের মধ্য দিয়েই তারা নিজেদের বাসা, ডিম ও বাচ্চাদের শিকারির হাত থেকে রক্ষা করে।
লিয়ন নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের প্রধান গবেষক পল-অ্যান্টোইন লিবোরেল বলেন, ‘মানুষ এ অবস্থায় বেঁচে থাকতে পারে না। কিন্তু পেঙ্গুইনরা পারে। বেশিরভাগ পাঠ্যপুস্তকে আমরা যা পড়ে থাকি তার চেয়ে ঘুমের বৈচিত্র্য অনেক বেশি জটিল।’ ১৯৮০-এর দশকেও গবেষকরা পেঙ্গুইনের ঘুম নিয়ে গবেষণা করেছিলেন। তখন তারা এসব পাখির ক্ষণস্থায়ী ঘুমের বিষয়টি লক্ষ্য করেন। তারা এটিকে ‘তন্দ্রা’ হিসেবে চিহ্নিত করেন। তবে নতুন গবেষণায় দেখা গেছে, ক্ষণস্থায়ী এই ঘুমের বিষয়টি পুরো দিন জুড়ে ঘটে থাকে। গবেষণাটি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। এতে গবেষকরা বলেছেন, ‘প্রজনন পর্যায়ে থাকা চিনস্ট্র্যাপ পেঙ্গুইনগুলোকে স্থলে যেকোনো পরিস্থিতি ও অবস্থানে এমন ক্ষণস্থায়ী দশায় ঘুমাতে অনেক বেশি দেখা গেছে। ঘুমের সময় শরীরে যেসব কার্যক্রম ঘটে থাকে, মাইক্রোস্লিপ সেগুলোর অন্তত কিছুটা পূরণ করতে পারে।’ এসব পেঙ্গুইন দাঁড়িয়ে বা শুয়ে উভয়ভাবেই ঘুমাতে পারে।