Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

এক দশকের মধ্যে সর্বোচ্চ ৬২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

তাপপ্রবাহে পুড়ছে ব্রাজিল। গতকাল দেশটিতে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তাপপ্রবাহ ছিল বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। ব্রাজিলের এক অংশ তীব্র তাপে পুড়ে গেলেও দেশটির দক্ষিণাঞ্চল ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত। দেশটির আবহাওয়া সংস্থা ‘মেটসুল’ জানিয়েছে, আগামী সপ্তাহটি দক্ষিণাঞ্চলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এদিকে দেশটির রাজধানী রিও ডি জেনেরিওতে গতকাল সকালে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি রেকর্ড করা হলেও, আবহাওয়া দপ্তর বলছে মানুষ উত্তাপ অনুভব করছে তা ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তীব্র গরমে সেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও বেশ কিছু অফিস।

Exit mobile version