এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

439

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় জেলা শহরের একটি অভিজাত হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম রাশিদুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তফা কামাল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা বিএমএ’র সভাপতি ডা. দুরুল হোদা, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক সরোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এদিকে মেসার্স নজরুল অটো রাইস মিলস এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের রংপুরস্থ মিল চত্তরে “রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাইস মিলস এর সত্তবাধিকারী আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনাল হেড কাওছার উল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রহনপুর শাখা এসএভিপি ও শাখা প্রধান আব্দুল মতিন শেখ, রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ ও রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেনসহ অন্যান্যরা।