এক্সিম কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তিতে আনন্দ র‌্যালি

207

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হলো এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৬ষ্ঠ বর্ষপূর্তি। শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের বড় ইন্দারা মোড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন, ঘোড়ারগাড়ি ও বাদ্যযন্ত্রের তালে তালে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন। র‌্যালি শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে, শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. শামিমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু প্রমুখ। পরে, শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।