একাদশে নেই মুস্তাফিজ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

40

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে এগিয়ে যেতে একাদশে তিন পেসারের সঙ্গে ২ জন স্পিনার রেখেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচে টস জয়ের পর আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছেন নাজমুল হোসেন শান্ত। এবার বাংলাদেশ সফরে এসে প্রথমবার টস জিতেছে শ্রীলঙ্কা। সফরকারী দলের অধিনায়ক কুশল মেন্ডিস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ওয়ানডেতে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন এনামুল হক বিজয়। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মাহমুদ উল্লাহ। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে থাকলেও আজ একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
দুই দলের একাদশ-
বাংলাদেশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা : অভিষকা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিথ ভেলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।