একদিনে পানি বেড়েছে পদ্মায় ১৫, মহানন্দায় ১১ ও পুনর্ভবায় ৬ সে.মি.

জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ১৫ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১১ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পাঁকা পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৭ সেমিন্টমিটার। যা গতকাল সকাল ৯টা পর্যন্ত ছিল ১৯ দশমিক ৬২ সেন্টিমিটার। অন্যদিকে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৭ দশমিক ৮২ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৩ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮ দশমিক ০৪ সেন্টিমিটার। যা শনিবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮ দশমিক ১০ সেন্টিমিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২ দশমিক ০৫, মহানন্দার ২০ দশমিক ৫৫ ও পুনর্ভবার ২১ দশমিক ৫৫ মিটার।