এই সোনার দেশে এক সাথে থাকলে কেউ দাবিয়ে রাখতে পারবে না : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

83

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে জেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়বৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমবায় অফিসার প্রফুল্ল কুমার প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিশ্রম না করলে নিজের জীবনের উন্নতি হয় না। এ জন্য পরিশ্রম করতে হবে, এক সাথে পরিশ্রম করতে হবে। একজনের যে শক্তি, দশজনের শক্তি তার চেয়ে অনেক বেশি। দশ মাথার বুদ্ধি এক সাথে করলে ভালো একটি সিদ্ধান্ত নেয়া যায়। তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। আর এখন তো আমরা ১৭ কোটি মানুষ, ৩৪ কোটি হাত এবং ৩৪ কোটি চোখ আমাদের। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের এ সোনার দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারব। সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকবে।
জেলা প্রশাসক বলেন- বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশের উন্নতি করতে হলে সব মানুষকে এক জায়গায় আনতে হবে। সমবায় সমিতির মাধ্যমে মানুষকে স্বনির্ভর করতে হবে। কারণ তিনি ভেবেছিলেন দেশের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, রিকশাচালককে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এজন্যই সমবায় সমিতি করা হয়। সমিতিগুলোকে সরকার ঋণ দেবে, ঋণের টাকা খাটিয়ে সমবায়ীরা একসময় বড় পুঁজির মালিক হবে, বড় ব্যবসা করতে পারবে, নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন হবে। এই উদ্দেশ্য নিয়েই সমবায় সমিতি করা হয়। আজ বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশ বলে বাংলাদেশকে ফলো কর।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
গোমস্তাপুর প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিন। সাংবাদিক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, রাঙ্গামাটিয়া আদিবাসী খ্রিষ্টান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি লুইস টুডু, ফুলবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আজগর আলী।
আলোচনা শেষে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলার হোগলা দামুস চকপুস্তম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডকে কাজের স্বীকৃতি হিসেবে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ভোলাহাট প্রতিনিধি : জেলার ভোলাহাট উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট প্রেস ক্লাব সভাপতি গোলাম কবির, এসআই মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম। আলোচনা সভায় দোলন চাঁপা সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেনসহ অন্যরাও বক্তব্য দেন।
নিয়ামতপুর প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- এই প্রতিপাদ্যে নওগাঁর নিয়ামতপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  শনিবার বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়রম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফার সরকার, উপজেলা সমবায় অফিসার মো. রুহুল আমীন ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সিনিয়র অফিসার আরিফুল হকসহ অন্যরা।