এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

88

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। আলোচনা অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আসহাব শারিয়ার।
স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আস সামস তিলোক। সঞ্চালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামসুন নাহার ডলি। মুক্ত আলোচনায় অংশ নেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, ব্র্যাকের জেলা সমন্বকারী মোমেনা খাতুন, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার শামীম খাতুন, আপোসের মনিটরিং অ্যান্ড ইভ্যালিউশন অফিসার হাসিবুর রহমান, লাইট হাউসের ডিআইসি ম্যানেজার সালাহ উদ্দিন জুয়েল, ববিতা খাতুনসহ অন্যরা।
র‌্যালি ও আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরাও অংশগ্রহণ করেন। এইডস থেকে বাঁচতে এবং যুব সমাজকে বাঁচাতে এইচআইভি বা এইডস সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে। কাজে যুবরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারেন বলে সভায় উল্লেখ করেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ব্র্যাক, লাইট হাউস, সূর্যের হাসি ক্লিনিক, আপোসের সহায়তায় সিভিল সার্জন অফিস এ কর্মসূচির আয়োজন করে।