উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জেও বই উৎসব অনুষ্ঠিত

203

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক, শিক্ষা বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বই উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জেলাব্যাপী বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন। চাঁপাইনবাবগঞ্জ প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় প্রধান শিক্ষক মারুফুল হক। ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে উল্লাসে মেতে ওঠে। উচ্ছাস প্রকাশ করেন শিক্ষক-অভিভাবক সকলেই। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, জেলার ৫ উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরিসহ ২ লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে শতভাগ চাহিদার সম্পূর্ণ প্রায় ৩৭ লক্ষ বই বিতরন করা হবে। এবার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০ লাখ ২ হাজার ৫শ’ ৫৬টি, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ লাখ ৬২ হাজার ২শ’ ৮৩ টি এবং মাদ্রাসাগুলোতে ৫ লাখ ৪৯ হাজার ৮শ’ ৪৭টি ও এবতেদায়ীতে ২ লাখ ৫২ হাজার ৬শ’ ৫২টি পাঠ্যবই বিতরণ করা হয়। সদর উপজেলার পলশা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। পলশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ফাজলে রাব্বি, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরসহ অন্যন্যরা।