Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

উপজেলা নির্বাচনে থাকবে বিজিবি বলেছেন ইসি সচিব

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ থেকে ৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম। তিনি আরও জানিয়েছেন, প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সব বিভাগীয় কমিশনার, রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান তিনি। সভা শেষে ইসি সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠপর্যায়ে কী ধরনের প্রস্তুতি নেবে প্রশাসন, তাদের কী ধরনের সহযোগিতা করতে হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে। নিজ নিজ জেলার সুবিধা-অসুবিধা তুলে ধরেছেন কর্মকর্তারা।

Exit mobile version