উপকারভোগীদের মধ্যে ভাতা ও ঋণ বিতরণ সমাজসেবার
চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষাবৃত্তি, ভিক্ষুক পুনর্বাসন, পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ জনকে ভাতা ও ৩১ জনকে ঋণ দেয়া হয়েছে। এছাড়া ১৫ জন ভিক্ষুককে পুর্নবাসন করা হয়। আজ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।