উন্নয়ন মেলায় আবেদন করে শিবগঞ্জ ও ভোলাহাটে বিদ্যুৎ পেলেন ১৯ জন

239

শিবগঞ্জের উন্নয়ন মেলায় বিদ্যুতের নতুন সংযোগের জন্য আবেদন করে ২৪ ঘন্টার মধ্যে সংযোগ পেলেন উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর ভুত পাড়ার জয়নালের পরিবার। আজ বিকেলে জয়নালের বাড়ীতে মিটার বসিয়ে সংযোগের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধূরি রওশন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাইনুদ্দিন, পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ পল্লীবিদ্যুতের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। দেশব্যাপী ৪ অক্টোবর শুরু হওয়া উন্নয়ন মেলার অংশ হিসেবে ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তর স্টল উন্নয়নের পসরা সাজিয়ে বসেছে নিয়ে বসেছে উপজেলা পরিষদ চত্বরে। অংশ নিয়েছে ভোলাহাট পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসও। পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা ছিলো ফায়ার সার্ভিসের মত দ্রুত সেবা দিতে প্রস্তুত। মেলার প্রথম দিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে ছুটে আসেন মেলায় বেশ কিছু সেবা গ্রহীতা। তাদের মধ্যে ৯ জন বিদ্যুৎ সংযোগের জন্য মেলার স্টলে আবেদন করলে সব প্রক্রিয়া শেষ করে বিদ্যুৎ কর্মচারীরা দ্রুত সংযোগ প্রদান করেন। মেলার ২য় দিন ৫ অক্টোবর আরো ৯ জনকে একই ভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন। দু’দিনে আবেদনের ক’ঘন্টার মধ্যে মোট দ্রুত গ্রহক সেবা নিশ্চিত করায় পল্লী বিদ্যুৎতে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসি। ভোলাহাট পল্লী বিদ্যুৎ সাব- জোনাল অফিসের এজিএম ও এ এম রুহুল আমির জানান, শুধু মেলায় গ্রহক সেবা দিতে নয় যে কোন সময় যে কোন সেবা দ্রুত দিতে প্রস্তুত পল্লী বিদ্যুৎ। গ্রহক হয়রানী যাতে না হয় গ্রহক সেদিকে আমার বিশেষ সতৃক দৃষ্টি আছে। গ্রহকেরা যাতে সরাসরি অফিসে এসে তাদের যথযথ সেবা বুঝে নেন। কোন প্রতারক বা দালালের খপ্পরে না পড়েন।