উত্তরায় বিমান বিধ্বস্ত: ডিএনএ টেস্টে ৫ জনের পরিচয় শনাক্ত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব তাদের পরিচয় শনাক্ত করেছে। আজ বিকেলে সিআইডি প্রধান কার্যালয়ের মিডিয়া শাখা থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। পরিচয় শনাক্ত হওয়া ৫ জন হলেন- মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে ওকিয়া ফেরদৌস নিধি, মো. বাবুল ও মাজেদা দম্পতির মেয়ে লামিয়া আক্তার সোনিয়া, মো. আব্বাস উদ্দিন ও মোসা. মিনু আক্তার দম্পতির মেয়ে আফসানা আক্তার প্রিয়া, মো. শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতির মেয়ে রাইসা মনি এবং আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির মেয়ে মারিয়াম উম্মে আফিয়া। গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতালা ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পরে এ ঘটনায় আহত আরো ২ জনের মৃত্যু হয়েছে। সবশেষ খবর অনুযায়ী এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৩ জনে।