উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’
ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। এই সপ্তাহের শেষের দিকে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আজ থেকেই উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মৎসজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে আঘাত হানতে পারে ডানা। এর প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি বুধবার ঘুর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর শক্তি বৃদ্ধি করে বৃহস্পতিবার পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। শুক্রবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করবে। এরপর উড়িষ্যার পুরি ও উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর উপকূলেও এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে।