ঈদ শান্তি ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে বলেছেন রাষ্ট্রপতি, বঙ্গভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা।

517

 

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, একটি শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তুলতে এবং ধনী, দরিদ্র, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুবিধাবঞ্চিত লোকসহ সকল মানুষকে একটি ছাতার নিচে নিয়ে আসার সুযোগ সৃষ্টি করে দেয় ঈদুল ফিতর। আজ সকালে বঙ্গভবনে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এদিকে, প্রতি বছরের মতো এবারো সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়  করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ঈদের জামাত শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এ ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করেন। প্রধানমন্ত্রী প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন দলীয় নেতাকর্মীসহ সকল স্তরের মানুষ ও পেশাজীবীদের সঙ্গে। এরপর তিনি একইস্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলসহ দলের শীর্ষ নেতারা।