ঈদে বড়পর্দায় ফিরছেন শাকিব-অপু, তবে আলাদা সিনেমায়

বিনোদন প্রতিবেদক | ঢাকা,

ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর আবারও ঈদের বড়পর্দায় ফিরছেন এই দুই তারকা। তবে এবার একসঙ্গে নয়, আলাদা আলাদা সিনেমায় দেখা যাবে তাদের। চলতি বছরের ঈদুল ফিতরকে সামনে রেখে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তাদের নতুন সিনেমা নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। রোজার ঈদে শাকিব খান হাজির হচ্ছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা নিয়ে। ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হয়েছিল, সিনেমাটি ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে শাকিব খানের।

এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, যার নাম গত ডিসেম্বরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবিতে আরও অভিনয় করছেন অভিনেতা এজাজুল ইসলাম। নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, ভারতের ভিসা জটিলতার কারণে আপাতত দেশের মধ্যেই শুটিং শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘কাজ থামিয়ে না রাখতে দেশেই শুটিং শুরু করেছি। আশা করছি দ্রুত ভিসা সমস্যার সমাধান হবে। অনুমতি পেলেই নির্ধারিত লোকেশনে দুই দেশের শিল্পীদের নিয়ে শুটিং করা হবে।’ শিগগিরই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হবে বলেও জানান তিনি। প্রযোজনা সূত্রে জানা গেছে, বাংলাদেশের অংশের শুটিং শেষ হলে পুরো ইউনিট শ্রীলঙ্কায় যাবে, যেখানে ছবির বড় একটি অংশের শুটিং হবে।

অন্যদিকে, শাকিব খানের সাবেক সহশিল্পী ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও ফিরছেন বড়পর্দায় নতুন রূপে। নির্মাতা কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ অভিনয় করছেন তিনি। নতুন বছর উপলক্ষে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম পোস্টার, যেখানে রক্তমাখা মুখ ও রহস্যময় লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এটি তার দীর্ঘ ক্যারিয়ারে একেবারেই ভিন্ন ধরনের চরিত্র বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ‘দুর্বার’ সিনেমায় প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘দর্শকরা এই ছবিতে অপু বিশ্বাসকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র।’ জানা গেছে, ইতোমধ্যে সিনেমাটির প্রায় ৪০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের পর বড়পর্দায় নিয়মিত দেখা না গেলেও ২০২৬ সালের ঈদে ‘দুর্বার’ দিয়ে অপু বিশ্বাসের জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। নতুন সহশিল্পী সজলকে নিয়ে সন্তুষ্ট অপু বিশ্বাসও তার অভিনয় ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। সব মিলিয়ে আসন্ন ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস দুজনেরই নতুন সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।