Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ঈদের ৬দিন ছুটি শেষে রহনপুর রেলবন্দরের কার্যক্রম শুরু

ঈদের ৬দিন ছুটি শেষে রহনপুর রেলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ থেকে এই কার্যক্রম শুরু হয়। দুপুর দেড়টার দিকে পাথর বোঝাই মালবাহী ট্রেন ভারতের সিঙ্গাঁবাদ হয়ে রহনপুর রেলবন্দর এসে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছেন রহনপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার-২ মামুনুর রশিদ। তিনি বলেন, দু’দেশের রেলবিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৬ দিন এই রুটে পণ্য আমদানি-রপ্তানী বন্ধ ছিল। তবে বাংলাদেশে পণ্য খালাস হওয়ার ভারতীয় ৪২টি যুক্ত ওয়াগন প্রতিদিন এ রুট দিয়ে ফেরত গেছে। এছাড়া ছুটির কারণে নেপাল ও ভুটানেও ওই ৬দিন আমদানী ও রপ্তানি বন্ধ ছিল। আজ থেকে এই রুটে যথারীতি আগের নিয়মে পণ্য আমদানি ও রপ্তানি শুরু হয়েছে বলে তিনি জানান।

 

Exit mobile version