ঈদের দ্বিতীয় দিনে ফিলিস্তিনে নিহত ১৭

ফিলিস্তিনে ঈদের দ্বিতীয় দিনেও গাজার বাসিন্দাদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন। গাজা উপত্যকার  নুসিরাত এবং নেটজারিম করিডোরের খুব কাছাকাছি অঞ্চলে গোলা হামলা চালাচ্ছে ইসরায়েল। দেইর এল-বালাহে বিস্ফোরণ শোনা গেছে এবং এই অঞ্চলে তিন কৃষক নিহত হয়েছেন। সিভিল প্রতিরক্ষা দল ও প্যারামেডিকসের মতে, তাদের দেহগুলো পুনরুদ্ধার করা খুব বিপজ্জনক। জাবালিয়ার শরণার্থী শিবিরের কাছে নিহত হয়েছে তিন জন। সেন্ট্রাল গাজার আজ-জাওয়দা এবং মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের সামরিক হামলা কমপক্ষে দুজন নিহত হয়েছে। মাগাজি শরণার্থী শিবিরে নিহত ফিলিস্তিনির মরদেহ আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ভোররাতে খান ইউনিসে সিরিজ হামলা চালিয়ে ৯জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।এদিকে, দক্ষিণ শহর রাফাহতে স্থানীয়দের বাস্তুচ্যুতির নির্দেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী। এখানে শিগগিরই যৌথ অভিযান শুরু হবে বলে জানানো হয়েছে।  সরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিচয়ে অ্যাড্রাই জানিয়েছেন,  রাফাহ,  নাসার এবং আশ-শাওকার নিকটবর্তী এলাকার বাসিন্দাদের আল-মাওয়াসিতে পালিয়ে যাওয়া উচিত।