Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ই-কমার্স দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের ব্র্যান্ডিং ও ই-কমার্স দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলাশহরের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রয়াসের প্রোমোটিং এগ্রিকালচারাল কমার্সিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পেস প্রকল্পের ফোকাল পার্সন মু. তাকিউর রহমান, প্রকল্প কর্মকর্তা মোমেনা ফেরদৌস, প্রয়াসের সহকারী ব্যবস্থাপক সেলিম রেজা, অফিসার শাহরিয়ার শিমুল, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) সোনিয়া শীল, উম্মে আয়েশা সিদ্দিকাসহ অন্য কর্মকর্তাগণ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
তিন দিনব্যাপী প্রশিক্ষণের মঙ্গলবার ছিল শেষ দিন। প্রতিদিন ২৫ জন করে মোট ৭৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Exit mobile version