ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে সৌদি আরব

325

সৌদি আরবের সামরিক জোট পার্শ্ববর্তী ইয়েমেনের বিদ্রোহীদের ঘাটি থেকে দক্ষিণাঞ্চলীয় নাজরিন শহর লক্ষ্য করে ছোড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম হয়েছে। খবর এএফপি’র। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সৌদি প্রেস এজেন্সিকে বলেন, ‘মাঝ পথে রোধ করা ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ নাজরিন শহরের আশে-পাশে পড়ে থাকতে দেখা গেছে। তবে এসময় কেউ হতাহত হয়নি।’অপরদিকে ইরান সমর্থিত হুদি বিদোহী গ্রুপ তাদের ওয়েব-সাইট আল-মাশিরাতে দাবি করেছে যে, তারা ক্ষেপণাস্ত্র ‘বদর-১’টি নাজরিন শহরকে লক্ষ্য করে নিক্ষেপ করেছিলো।