ইসরায়েলের বিমান হামলা সিরিয়ায়
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ হোমস এবং লাতাকিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর অঞ্চলগুলোতে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় এই হামলা। আজ সকালে এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বিবিসি। হামলায় টার্গেট করা হয় একটি বিমান ঘাঁটি, সামরিক ব্যারাকসহ বেশ কয়েকটি অস্ত্রাগার। এতে বেশ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সহিংসতা থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া প্রশাসন। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছর ১শ’র বেশি দফায় সিরিয়ায় অভিযান চালিয়েছে ইসরায়েল। এর আগে, সোমবার গভীর হোমস এবং পালমিরার পাশাপাশি উপকূলীয় শহর লাতাকিয়াতেও হামলা চালায় ইসরায়েল। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, হোমসের কাছে ইসরায়েলি হামলাটি শহরের দক্ষিণে একটি সামরিক ইউনিটকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে এতেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।