ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২,৬০০ জন: মানবাধিকার সংস্থা

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান দেশব্যাপী বিক্ষোভে অন্তত ২,৬০০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, সাধারণ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২,৪০৩ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য তারা যাচাই করেছে। এ ছাড়া সরকার সংশ্লিষ্ট অন্তত ১৪৭ জনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার এক ইরানি কর্মকর্তা জানান, দেশজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা অস্থিরতায় প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। তিনি দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। এদিকে ইরানের পরিস্থিতি নিয়ে দেশটির শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনে কঠোর অভিযানের অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে একাধিকবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচি ও শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের হাতে ‘সব ধরনের বিকল্প’ খোলা রয়েছে।

দ্রুত বিচার চায় ইরানের প্রধান বিচারপতি

তেহরানের একটি কারাগার পরিদর্শনের সময়, যেখানে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের রাখা হয়েছে, ইরানের প্রধান বিচারপতি বলেন—যারা মানুষকে শিরচ্ছেদ করেছে বা পুড়িয়ে হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এইচআরএএনএ আরও জানিয়েছে, এ পর্যন্ত দেশজুড়ে মোট ১৮,১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বুধবার তেহরানে অস্থিরতার সময় নিহত ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মীর স্মরণে একটি জানাজা মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ইরানি কুর্দি মানবাধিকার সংগঠন হেঙ্গাও (Hengaw) জানিয়েছে, কারাজ শহরে বিক্ষোভসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী এরফান সোলতানি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করার কথা ছিল। হেঙ্গাও রয়টার্সকে জানায়, ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সোলতানির সাজা কার্যকর হয়েছে কি না, তা তারা নিশ্চিত করতে পারেনি। রয়টার্সও স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।