ইরানে প্রথমবারের মত নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে

198

ইরানের তেহরান আজাদী স্টেডিয়ামে প্রথমবারের মত নারীদের একটি ফুটবল ম্যাচ আয়োজিত হবে বলে দেশটির বার্তা সংস্থা আইএসএনএ সূত্রে জানা গেছে। ২০২০ টোকিও অলিম্পিকের রান-আপ হিসেবে রাশিয়ার বিপক্ষে ইরান জাতীয় নারী দলের প্রীতি ম্যাচটি দেশের জাতীয় স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশন প্রধান মেহদী তাজ বার্তা সংস্থাকে এই তথ্য নিশ্চিত করেছেন। ম্যাচটি উপভোগের জন্য শুধুমাত্র নারী দর্শকরাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। যদিও ম্যাচটির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর নারীদের খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।