ইরানে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল নিউজিল্যান্ড

ইরানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে নিউজিল্যান্ড। আজ দেশটির জানায়, দূতাবাসের কূটনীতিকদের নিরাপদে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বাণিজ্যিক বিমানে করে কূটনৈতিক কর্মীরা ইরান ত্যাগ করেছেন। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরান দূতাবাসের কার্যক্রম এখন তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে পরিচালিত হচ্ছে। ইরান ভ্রমণের বিষয়ে নিউজিল্যান্ড সরকার আগের মতোই সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। বর্তমানে যেসব নিউজিল্যান্ডের নাগরিক ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।