ইয়েমেনে নৌকাডুবে ৩৮ অভিবাসনপ্রত্যাশী নিহত
ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে নৌকা ডুবে হর্ন অব আফ্রিকার অন্তত ৩৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। জীবিতরা উদ্ধারকারীদের জানিয়েছেন, প্রায় ২৫০ জনকে বহনকারী নৌকাটি প্রবল বাতাসের কারণে ডুবে যায়। এখনও নিখোঁজ প্রায় ১০০ জনের সন্ধান অব্যাহত রয়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পূর্ব এডেনের শাবওয়া প্রশাসনিক অঞ্চলে ঘটেছে এই ঘটনা। বেশিরভাগই ‘হর্ন অব অফ্রিকা’ খ্যাত ইথিওপিয়ার বাসিন্দা, যারা উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করে। রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা রয়টার্সকে জানান, নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়।