ইমার্জিং এশিয়া কাপ
বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, অধিনায়ক ইমন
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আগামী ১৮ অক্টোবর ইমার্জিং এশিয়া কাপের পর্দা উঠছে। আট দলের আসরে অংশ নিতে ঘোষিত হয়েছে বাংলাদেশ দল। স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের খেলা পারভেজ হোসেন ইমন ব্যাট হাতে ছিলেন না সফল। তিন ম্যাচে ২৪ রানের বেশি করতে পারেননি। ২২ বর্ষী এই ওপেনারকেই দেওয়া হয়েছে অধিনায়কত্ব। বিস্ময়করভাবে সাদা বলের ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে ওঠা তাওহীদ হৃদয়কেও দলে রাখা হয়েছে। পেসার তানজিম হাসান সাকিব ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকও স্কোয়াডে আছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন। স্পিনার আলিস আল ইসলাম ও জাতীয় দলে থেকে লম্বা সময় বাইরে থাকা নাঈম শেখও এবারের আসরে ডাক পেয়েছেন।
টুর্নামেন্টে স্বাগতিক ওমান, হংকং ও সংযুক্ত আরম আমিরাতের জাতীয় দল অংশ নেবে। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা, ভারত ও পাকিস্তান ‘এ’ দল পাঠাবে। ২৭ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।