ইমরান খানের বিকল্প নেই

333

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সোমবার সাংবাদিকদের তিনি এই কথা বলেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

তিনি আরো বলেন, ইমরান খানের যেহেতু বিকল্প নেই তাহলে তাঁকে পাঁচ বছর কাজ করতে দিন।

ইমরান খানকে হটাতে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল বিরোধীরা। বিশেষ করে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রেহমান ইমরান খানকে ‘পাকিস্তানের গর্বাচেভ’ উল্লেখ করে পদত্যাগের দাবি জানান।

কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।