ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

83

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আচেহ প্রদেশের সিংকিল শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপূর্ব দিকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯ দশমিক ৭০ মাইল গভীরে ছিল। আর ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্পবিষয়ক কেন্দ্র বলছে, ভূমিকম্পটি সুমাত্রার মেদান শহরেও অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল থেকে এর অবস্থান প্রায় ১২০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে।