Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ইন্দোনেশিয়ায় রমজানে ঘরে বসে নামাজ, ঈদের নামাজ বাতিল

করোনায় মৃত্যুর মিছিল ঠেকাতে ব্যর্থ বিশ্ব শক্তিধর দেশগুলো। আর এই কারণে করোনা প্রতিরোধে আসন্ন রমজান মাসে মুসলিমদের তারাবি ও অন্য যে কোনো নামাজ ঘরে বসে পড়ার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া ঈদের নামাজ বাতিল করার কথা জানিয়েছে দেশটির সরকার।

বিবিসির খবর অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ৮৫ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। দেশটিতে প্রায় ২৬ কোটি মুসলিম বাস করেন। সেখানেও করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ইন্দোনেশিয়ায় মোট দুই হাজার ৪৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২০৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২ জন।

Exit mobile version