ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ১৯
ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৯ জন। আজ সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জানা গেছে, দেশটির সুলাসি দ্বীপের গোরন্তালো প্রদেশের বোন বোলাঙ্গ জেলার প্রত্যন্ত গ্রামে অবৈধ সোনার খনিতে নিরাপত্তা না থাকায় ১১ জনের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা বাসারনাসের স্থানীয় প্রধান হেরিয়ান্তো বলেন, ভূমিধসের ধ্বংসাবশেষের নিচ থেকে ৮ জনের মরদেহ বের করে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ৩ জন নিহত লোকের দেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। হেরিয়ান্তো জানান, ভূমিধসে এলাকার বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে এবং উদ্ধারকর্মীদের হেঁটে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে।