ইন্টাপোলের প্রধান হলেন দক্ষিণ কোরিয়ার ইয়াং

242

দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দুবাইয়ে ১৯৪টি সদস্য রাষ্ট্রের বার্ষিক সভায় রাশিয়ার আলেক্সান্ডার প্রকপচুককে পরাজিত করে তিনি এ পদে বিজয়ী হয়েছেন। সেপ্টেম্বরে বেইজিং সফরে গিয়ে চীনা পুলিশের হাতে আটক হন ইন্টারপোলের তৎকালীন প্রেসিডেন্ট মেং হোংওয়ে। তাকে ঘুষ গ্রহণের অভিযোগে আটক করা হয়েছে বলে জানায় বেইজিং। পরে তিনি ইন্টারপোলের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। তার উত্তরসূরী ঠিক করতেই বুধবার দুবাইতে বার্ষিক কংগ্রেস ডাকা হয়। মেং এর পদত্যাগের পর সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিম জং ইয়াং। টুইটার বার্তায় ইন্টারপোল জানিয়েছে, আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন কিম।  এছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার নেস্টর আর রনসাগিলা। নির্বাচিত হওয়ার পর কিম বলেছেন, ‘আমাদের বিশ্ব এখন অপ্রত্যাশিত পরিবর্তন মোকাবেলা করছে যা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিরাট চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘এগুলো মোকাবেলায় আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে : ভবিষ্যতের জন্য আমাদের সেতুবন্ধন নির্মাণ করা প্রয়োজন।’