Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবে

জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। ওয়েব ও অ্যাপে ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে মেটার এই প্রতিষ্ঠান। এতো শুধু অনুসারিদের সাথে চ্যাট করা গেলে ভিডিও কল করার সুবিধা ছিল না।

সম্প্রতি এই ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। অ্যাপ থেকে খুব সহজেই ভিডিও কল করা যায়। এজন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ডানদিকে উপরে সরাসরি মেসেজ পাঠানোর জন্য যে আইকন রয়েছে সেখানে চাপ দিতে হবে। যাকে ভিডিও কল করা হবে তার কন্টাক্ট নির্বাচন করতে হবে।

দুটো পদ্ধতি ভিডিও কল করতে পারবেন। প্রথমত কথোপকথন বা চ্যাটের ওপরে থাকা ক্যামেরা আইকনে ক্লিক করে কল করতে পারবেন। দ্বিতীয়ত স্ক্রিন ডান দিকে সোয়াপ করলে কল শুরু হবে। যাকে কল করবেন তার কাছে নোটিফিকেশন যাবে। ভিডিও কলের সময় ডিভাইসের ক্যামেরা মোড সুইচ করা যাবে। এছাড়া মাইক্রোফোন মিউট করে রাখা যাবে। মেসেঞ্জারের মত এখানে একই রকম সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে স্মাইলি আইকন থেকে পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টিকার ও ইমোজি ব্যবহার করতে পারবে।

Exit mobile version