ইদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল পাবেন চাঁপাইনবাবগঞ্জের লক্ষাধিক দরিদ্র মানুষ

289

চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এবার ইদুল ফিতর উপলক্ষে লক্ষাধিক দরিদ্র মানুষ ভিজিএফের চাউল পাবেন বলে সভায় জানানো হয়। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, রহনপুর পৌরসভার মেয়র তারিক আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্কসহ উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা।
সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খাদিজা বেগম, জানান, এবার জেলার ৫ উপজেলার ৪৫টি ইউনিয়নের ১ লাখ ১ হাজার ১৫০ জন ভিজিএফ কার্ডধারীর জন্য ১ হাজার ৫১৭ দশমিক ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, রহনপুর, শিবগঞ্জ ও নাচোল পৌরসভার ১৬ হাজার ৯৪৪ জন কার্ডধারীর জন্য পাওয়া গেছে ২৫৪ দশমিক ১৬ মেট্রিক টন চাল।
এর মধ্যে শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ৪১ হাজার ২৫৫ জন কার্ডধারীর মাঝে ৬১৮ দশমিক ৮২৫ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১৯ হাজার ৩৩৭ জনের মাঝে ২৯০ দশমিক ০৫৫ মেট্রিক টন, ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নে ৬ হাজার ৬৭৬ জনের মাঝে ১০০ দশমিক ১৪০ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ৯ হাজার ২৬৪ জনের মাঝে ১৩৮ দশমিক ৯৬০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ২৪ হাজার ৬১৮ জনের মাঝে ৩৬৯ দশমিক ২৭০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬২১ জনের মাঝে ৬৯ দশমিক ৩১৫ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের মাঝে ৬৯ দশমিক ৩১৫ মেট্রিক টন, রহনপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের মাঝে ৬৯ দশমিক ৩১৫ মেট্রিক টন এবং নাচোল পৌরসভায় ৩ হাজার ৮১ জন কার্ডধারীর মাঝে ৪৬ দশমিক ২১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। প্রতিজন ১৫ কেজি করে চাল পাবেন বলে সভায় জানানো হয়।
সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষার জন্য বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন রাস্তার ধারে পুকুরপাড়ে তালবীজ রোপণের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য হারুনুর রশীদ। এছাড়াও বন্যা, খরা, নদীভাঙনসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।