ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ


২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচন করেছে দি ইকোনমিস্ট। গতকাল এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। বর্ষসেরা দেশের তালিকা সংবলিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে। ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা দেশের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে পাঁচটি দেশ। এসব দেশের মধ্যে শীর্ষ বা এক নম্বরে আছে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড। দি ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে ‘বিতর্কের’ মাধ্যমে বেছে নেয়া হয় সেরাদের।