ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দল চূড়ান্ত
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের জন্য ৩৬ দলের মূল পর্ব চূড়ান্ত হয়েছে। প্লে-অফ পর্ব শেষে গত মঙ্গলবার নিশ্চিত হয়েছে শেষ ছয় দল। তাদের সঙ্গে আগেই সরাসরি মূল পর্বে জায়গা পাওয়া ৩০টি দল মিলিয়ে পূর্ণ হলো চূড়ান্ত তালিকা। এবার সবচেয়ে বেশি দল অংশ নিচ্ছে ইংল্যান্ড থেকে মোট ছয়টি ক্লাব। পর্তুগিজ জায়ান্ট বেনফিকা ফিরেছে মূল পর্বে, জোসে মরিনিয়োর কোচিংয়ে থাকা তুরস্কের ফেনেরবাচেকে পিছনে ফেলে। দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তবে সবচেয়ে বড় চমক এসেছে বেলজিয়ান ক্লাব ক্লাব ব্রুগ থেকে। স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে দুই লেগে ৯-১ ব্যবধানে বিধ্বস্ত করে তারা জায়গা পাকা করেছে চ্যাম্পিয়ন্স লিগে। এর আগের দিন মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল নরওয়ের বোডো/গ্লিমট, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং সাইপ্রাসের পাফোস তিন নবাগত ক্লাব।