ইউনিয়ন পরিষদের কর্মকা- বিষয়ক পারস্পারিক শিখন বিনিময়

250

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদগুলোর কর্মকা- বিষয়ক পারস্পারিক শিখন বিনিময় করা হয়েছে। আজ জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদে হেলভেটাস সুইস ইন্টার-কো-অপারেশন বাংলাদেশ-এর শরিক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের সভাপতিত্বে আয়োজিত শিখন বিনিময় সভায় উপস্থিত ছিলেন-সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, দেবীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল ইসলাম বাচ্চু, গোবরাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিঞা, হেলভেটাস সুইস ইন্টার-কো-অপারেশন বাংলাদেশ-এর শরিক প্রকল্পের হরিজোন্টাল লার্নিং কর্মসূচি ম্যানেজার বিলকিস বেগম। বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ডসভা, ট্যাক্স নির্ধারণ ও আদায় বিষয়ে অংশগ্রহণকারীরা পারস্পারিক মতবিনিময় করেন। এসময় বারঘরিয়া ইউনিয়ন পরিষদ সচিব জোহরুল ইসলাম এ দুটি বিষয়ে অগ্রগতি তুলে ধরেন। শিখন বিনিময়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিব, ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।