Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন পুতিন

২০১৯ সালের ২১ আগস্ট এই বিমানে চড়েছিলেন পুতিন, ইউক্রেনে হামলা শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহেই সাবেক দুই সোভিয়েত রাষ্ট্র তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে তার। স্থানীয় সময় গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ইউক্রেনে রুশ আক্রমণে হাজার হাজার লোক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর জেরে পশ্চিমের কাছ থেকে কঠোর আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন।

Exit mobile version