ইউএস ওপেনের তৃতীয় শিরোপা নাদালের

577

দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সহজেই হারিয়ে ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল।
বর্তমানে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের এটি ষষ্ঠদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
রোববার রাতে নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে জেতেন শীর্ষ বাছাই নাদাল।
২০১৩ সালের পর প্রথমবারের মতো একই বছর দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৩১ বছর বয়সী নাদাল। গত জুনে তিনি ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
ফাইনাল শেষে তাই নাদাল বলেন, “এ বছর যা হলো, তা একবারে অবিশ্বাস্য।”
আগামি বছর থেকে নাদালের কোচ হিসেবে দায়িত্ব নেবেন কার্লোস ময়া। এতদিন দায়িত্ব পালন করেছেন নাদালের চাচা টনি।
চাচাকে নিয়ে নাদাল বলেন, “আমার জন্য তিনি যেসব কিছু করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। হয়তো তাকে ছাড়া আমার টেনিসই খেলা হতো না।”
এ বছর গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককের শিরোপাগুলো ভাগ করে নিলেন নাদাল আর রজার ফেদেরোর। সুইজারল্যান্ডের তারকা জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন।
১৯টি গ্র্যান্ড স্ল্যাম জেতা ফেদেরারের চেয়ে তিনটি পিছিয়ে থাকা নাদাল এ পর্যন্ত জিতেছেন ১০টি ফরাসি ওপেন, তিনটি ইউএস ওপেন, দুটি উইম্বলডন ও একটি অস্ট্রেলিয়ান ওপেন।