ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু আগামীকাল

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের কামিল মাদ্রাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর-২০২৪ সালের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। আজ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবছর কামিল স্নাতকোত্তর পরীক্ষায় সারা দেশের ১৫৭টি কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে প্রায় ৩৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ এবং কামিল আদব বিষয়ে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে।