ইংল্যান্ডের ১৫ বছরের আক্ষেপ মিটিলো টেস্ট জিতে

97

জয়টা অনুমিতই ছিলো, শুধু সময়ের অপেক্ষা। দিবারাত্রির টেস্টের চতুর্থ দিনেই নিউজিল্যান্ডকে ১২৬ রানে অলআউট করে ২৬৭ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। আর এই জয়েই ঘুচেছে ১৫ বছরের অপেক্ষা। ২০০৮ সালের পর আবারও নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতলো ইংলিশরা। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের দেয়া ৩৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ৬৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। আজ মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে সকালে ব্যাটিংয়ে নেমে আগেরদিনের ৬৩ রানের সঙ্গে আর ঠিক ৬৩ রান যোগ করে নিউজিল্যান্ড। চতুর্থ দিন ২২ ওভার ৩ বলেই নিউজিল্যান্ডের বাকি ৫ উইকেট তুলে নেয় ইংলিশ বোলাররা। আগেরদিনসহ ৪৫ ওভার ৩ বলে ১২৬ রানেই অলআউট হয়ে ২৬৭ রানের বড় জয় উপহার দেয় ইংল্যান্ডকে।