আয়োজন না করেও শ্রীলঙ্কা পাচ্ছে প্রায় ৬২ কোটি

147

২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। শ্রীলঙ্কায় এই আসর বসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা করা যাচ্ছে না। টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। তবুও ক্ষতি হচ্ছে না শ্রীলঙ্কার। আয়োজকস্বত্ব থাকছে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসিরই। ফলে এশিয়া কাপ নিজেদের মাটিতে আয়োজন না করেও আয়োজক স্বত্ব হিসেবে মোটা অঙ্ক পাচ্ছে শ্রীলঙ্কা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনসক্রিকইনফো জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে আনুমানিক ৬৫ লাখ ডলার, মানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি ৭০ লাখ টাকা পাবে শ্রীলঙ্কা। এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা জানিয়েছে, এই মানের টুর্নামেন্টে শুধু সদস্যদেশগুলোই নয়, অন্যান্য অংশীদার যেমন সম্প্রচারক সংস্থা, স্পনসরদেরও প্রয়োজন হয়। কিন্তু জ্বালানি ও অন্যান্য সংকট মিলিয়ে (আয়োজনে) নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গেছে।