আয়ারল্যান্ডের সহ-অধিনায়ক হলেন পল স্টার্লিং

112

আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন ২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া ডান-হাতি ওপেনার পল স্টার্লিং। দেশের হয়ে তিন ফরম্যাটে ২৮২টি ম্যাচ খেলেছেন স্টার্লিং। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার দিক দিয়ে যা চতুর্থ। তিন ফরম্যাট মিলিয়ে ৮, ৮২১ রান করেছেন স্টার্লিং। সর্বোচ্চ রানের দিক দিয়ে আয়ারল্যান্ডের হয়ে তিনি দ্বিতীয়স্থানে রয়েছেন। বল হাতে বেশ সফল ২৯ বছর বয়সী স্টার্লিং। তিন ফরম্যাটে ১০১টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের হয়ে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টার্লিংকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়াকে সঠিক সিদ্ধান্ত বলেই মানেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নি। ২০১৯ সালে উইলিয়াম পোর্টারফিল্ড নেতৃত্ব থেকে সরে গেলে ব্যালবির্নি অধিনায়ক হন। স্টার্লিংকে নিয়ে ব্যালবির্নি বলেন, ‘তাকে এই দায়িত্ব দেয়াটা সঠিক সিদ্ধান্ত। সে এই দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখে।’