আসিফের মন্তব্যের জবাব দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন ওমর সানী

দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গত বছরের শেষের দিকে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে চিত্রনায়ক ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রেতা’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। তারপর এ নিয়ে তৈরি হয় আলোচনা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ওমর সানী। এ ঘটনার পর কেটে গেছে বেশ খানিকটা সময়। একই পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছেন ওমর সানী। এ আলাপচারিতায় সঞ্চালক বলেন, এর আগে সংগীতশিল্পী আসিফ আকবর এই পডকাস্টে এসে আপনার দোষ-গুণ নিয়ে কথা বলেছিলেন। আপনাকে ‘সহজ-সরল’ মানুষ বলেছিলেন, পাশাপাশি কিছু সমালোচনাও করেছিলেন। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই জবাবে ওমর সানী বলেন, “সে আমাকে যথেষ্ট পরিমাণে ‘সরি’ বলেছে এবং এসব কথা বলা উচিত হয় নাই বলেও জানিয়েছে। তার ছোট ছেলের জন্য দোয়া করতে বলেছে। ছোট ছেলের বিয়েতে দাওয়াত দিয়েছিল। ও আমাকে ভয়েস ওভার পাঠিয়েছিল। আমি বাংলাদেশে থাকলে ওর ছেলের বিয়েতে যেতাম; আমি ওর ছেলের জন্য দোয়া করি। আসিফ আকবরের সঙ্গে এই তর্ক-বিতর্কের অবসান চান ওমর সানী। তার ভাষায় “আগেও বলেছি, এখনো বলছি, চেয়ারের গরমের কারণে কাউকে কিছু দেওয়া (বলা) উচিত না। আমার মনে হয়, এটা এখানেই ফুল স্টপ হয়ে যাক।
ওর ব্যাপারে আমি কোনো মন্দ কথা বলব না। এটুকু বলব, ওর জন্য দোয়া করি। ওর দুটো ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে ওরা সবাই ভালো থাকুক। আমি দোয়া করি, এ ধরনের কথাবার্তা থেকে যেন আল্লাহ পাক ওকে নিস্তার দেন। ওমর সানীর এই বক্তব্যের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। বিনয়ী বক্তব্যের কারণে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন ওমর সানী। জ্যোতির্ময় তালুকদার লেখেন, “কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ধন্যবাদ ওমর সানী সাহেব!” ফরহাদ আব্দুল্লাহ লেখেন, “ভালো মানুষের উত্তর এমনই হয়, ওমর সানী ভাইর প্রতি ভালোবাসাটা বেড়ে গেল। আরেকজন লেখেন, “ওমর সানী একজন ভালো মানুষ।” মুহাম্মদ আইয়াস লেখেন, “ধন্যবাদ। বড় ভাইয়ের কাজ করছেন সানী ভাই।” লাভলী ইয়াসমীন লেখেন, “বাহ! দারুণ বলেছেন।” এমন অনকে মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।